শান্ত রহমান, সুনামগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বড় ভাই মোশাররফ হোসেন ওরফে মাসুদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজার থেকে মাসুদকে আটক করা হয়। তিনি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক পদে রয়েছেন।
ধর্মপাশা থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে পাইকরাটি বাজারের অটো স্ট্যান্ডের চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়াও, এলাকার বিভিন্ন জনগণের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়, নিজ ইউপির বিভিন্ন কার্যক্রমে হস্তক্ষেপ, এবং হাওরের বোরো ফসল রক্ষা বাদের পিআইসি গঠনসহ সরকারি খাদ্য গুদাম থেকে কৃষকের ধান সংগ্রহের কাজে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
আরও পড়ুনঃ ইবিতে সহকারী প্রক্টর পদে নতুন ২ মুখ
তবে মোশাররফ হোসেন ওরফে মাসুদ এসব কাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, “মোশাররফ হোসেন ওরফে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।”
এই গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে, এবং অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।