spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাসাময়িক বরখাস্ত হলেন লালমনিরহাটের আলোচিত ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি

সাময়িক বরখাস্ত হলেন লালমনিরহাটের আলোচিত ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট (জেলা) প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এবার সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৭ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানায়। এর আগে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উর্মি ফেসবুকে অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩ (খ) মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। একইসাথে, বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করে ঢাকায় বদলি করা হয়। উর্মি লালমনিরহাটে জেলা প্রশাসনের বিভিন্ন সভা পরিচালনা ও বাজার তদারকিসহ প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুনঃ মধুপুরের গুরুত্বপূর্ণ তিন দপ্তরের প্রধান দায়িত্বে জুবায়ের হোসেন

বিতর্কিত মন্তব্যের বিষয়টি উঠে আসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া এক সাক্ষাৎকারের পর, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাত্রদের বক্তব্য উল্লেখ করে বলেন, “আমরা ‘রিসেট বাটন’ পুশ করেছি: এভ্রিথিং ইজ গন”। ফেসবুকে এই মন্তব্যের প্রেক্ষিতে উর্মির পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

পোস্টটি নিয়ে জানতে চাইলে উর্মি বলেন, “পোস্টটি ডিলিট হয়নি, ওনলি মি করেছি। আমি দেশের স্বার্থে কথা বলেছি এবং আমি চাই না মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তি দেশে ক্ষমতায় আসুক।”

এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, যা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।