spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলামধুপুরে চাঁদমনি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মধুপুরে চাঁদমনি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বাবুল রানা, বিশেষ প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আউশনারা ইউনিয়নের শাইলবাইদ বাজারের চাঁদমনি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযানে ফ্যাক্টরির বিরুদ্ধে পাউরুটি ও কেকের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিক্রয়মূল্য লিপিবদ্ধ না থাকা, ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অভিযোগ আনা হয়। এ সব অপরাধের কারণে ফ্যাক্টরির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ মনসাতলা দুর্গা মন্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

অভিযানের সময় সহযোগিতায় ছিলেন এসআই হেলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল। অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”