spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় বাস চাপায় প্রা'ণ গেল সিএনজি চালকের

বগুড়ায় বাস চাপায় প্রা’ণ গেল সিএনজি চালকের

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে দ্রুতগামী বাস চাপায় পিষ্ট হয়ে সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার নয়মাইল নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মজনু। তিনি শেরপুর উপজেলার সুপ্তচর এলাকার বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আল আমিন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মজনু তার সিএনজি নিয়ে বগুড়া থেকে একাই শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল এলাকায় রাস্তার উপরে থাকা একটি বড় পাথরের সাথে ধাক্কা লেগে তার সিএনজি উল্টে যায় এবং তিনি ছিটকে পড়ে যান। পরে পেছনে থাকা দ্রুতগামী একটি বাস তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মজনু মারা যান।

আরও পড়ুনঃ শাজাহানপুরে পূজামণ্ডপ ঘুরে দেখলেন জামায়াত নেতারা

পুলিশের উপ-পরিদর্শক আল আমিন আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।