মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ ও সিআইডি পুলিশের যৌথ অভিযানে রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেদু মাল (৫১), সাবেক পৌর কাউন্সিলর মোঃ আবু সুফিয়ান (৫০), শ্রমিকলীগ নেতা মোঃ কামাল হোসেন (৪৮)ও মিরন হোসেন (৪৫)নামের ৪ নেতা আটক হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯ আগষ্ট ও ১লা সেপ্টেম্বর ২৪ইং দুইটি মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলো। ১০ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশ ও সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সায়েদাবাদ বাস টার্মিনালের একটি গোপন আস্তানা থেকে তাদের আটক করে রামগঞ্জ থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে: আসিফ মাহমুদ
নজরুল ইসলাম লেদু মাল পৌরসভার সোনাপুর ওয়ার্ডের মালের বাড়ির মৃত আবদুস সোবাহান, আবু সুফিয়ান পৌর নং ওয়ার্ডের বাঁশঘর ভূঁইয়া বাড়ির মৃত আবদুস সাত্তার, কামাল হোসেন ইছাপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের মৃত কালু মিয়া এবং মিরন হোসেন সোনাপুর পালের বাড়ির লতিফ বেপারীর ছেলে। আটককৃতদের আজ শুক্রবার (১১অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।