spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলালালন শাহের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন মেলা

লালন শাহের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন মেলা

খালিদ বিন শওকত, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী লালন মেলা অনুষ্ঠিত হবে। বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় দেশ-বিদেশের হাজারো ভক্ত-অনুসারী সমবেত হবেন।

মেলা উপলক্ষে ইতোমধ্যেই লালন মাজার প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় ভক্তদের সমাগম শুরু হয়েছে। দূরদূরান্ত থেকে আসা লালন ভক্তরা মাজারের আশপাশে অস্থায়ীভাবে তাঁবু গেড়েছেন এবং লালন ফকিরের গান ও বাণী নিয়ে আলোচনা করছেন। মেলায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং এর পরপরই লালন সঙ্গীত পরিবেশনা শুরু হবে।

লালন একাডেমির উদ্যোগে আয়োজিত এই মেলায় লালন একাডেমির শিল্পীরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পীরা অংশগ্রহণ করবেন। মেলায় গ্রামীণ মেলার আদলে বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা।

আরও পড়ুনঃ ছাত্র আন্দোলনে থানা আগুন দিয়ে পুড়িয়েছি তুইতো সামান্য সাংবাদিক,কে এই সুফিয়ান

লালন মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে। মেলা চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফকির লালন শাহ ১৮৯০ সালের ১ কার্তিক মৃত্যুবরণ করেন এবং তার স্মরণে প্রতি বছর এই তিরোধান দিবস পালিত হয়ে আসছে।