spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলাউত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ

উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ

মোঃ তরিকুল মোল্লা, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে। গতো ১৭অক্টোবর রাতে জোয়ারের তীব্রতায় সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ছিলো, যা ভাসমান ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় দোকানপাট ও পুলিশ বক্সে ক্ষতি সাধন করেছে। এই উত্তাল সমুদ্রে উল্লাস করতে গিয়ে পর্যটকেরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলো।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে সৈকতের বিভিন্ন স্থান—জিরো পয়েন্ট, ফিসফ্রাই পট্টি ও ঝাউবন এ জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচুতে পৌঁছেছিলো। যদিও পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে এবং পর্যটকরা ঢেউয়ের তালে আনন্দ উপভোগ করছেন, অতিরিক্ত ঢেউয়ের কারণে অনেকেই সৈকতে নামতে ভয় পাচ্ছেন।

ঢাকা থেকে আগত পর্যটক আরিফ জানান, তিনি এর আগে কুয়াকাটায় এসেছিলেন, কিন্তু এবারের ঢেউয়ের তীব্রতা তাকে ভয় ধরিয়েছে। তবুও, তিনি এই অভিজ্ঞতা উপভোগ করছেন। অন্যদিকে, রিফাত হোসেন নামের এক পর্যটক বলেন, তারা মজা করলেও পুলিশের মাইকিং তাদের সমুদ্রে নামতে নিষেধ করেছিলো।

স্থানীয় ব্যবসায়ী মো. শপন জানান, পানি বাড়ার কারণে তিনি গত দুই দিন দোকান বন্ধ রেখেছিলেন এবং মালামাল সরিয়ে নিয়েছিলেন। সে বলেন এ ধরনের উত্তাল ঢেউ এ বছর কম দেখা গেছে তবে এখন স্বাভাবিক হয়েছে এবং দোকানদারি ও পুনুরায় সুরু করেছেন।

আরও পড়ুনঃ বিএনপি এক ব্যক্তির শাসন দেখতে চায় না: এ্যানি

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানিয়েছেন, সমুদ্রে কোনও সতর্ক সংকেত ছিলো না এবং পূর্ণিমার জোয়ারের কারণে পানি বৃদ্ধি পেয়েছিল। তিনি আশা করছেন, দুই-এক দিনের মধ্যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে তার নমুনা ইতিমধ্যে দেখা যাচ্ছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের, পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থায় রয়েছেন। মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছিলো যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। বর্তমানে সমুদ্র সৈকত শান্ত হয়ে উঠেছে এবং পর্যটকরা স্বাচ্ছন্দ্যে আনন্দ উপভোগ করতে পারছেন তবে গতো সপ্তাহে তুলনায় পর্যটক অনেক কম রয়েছে ।