
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতাদের নাম ব্যবহার করে ৫ লাখ টাকা চাঁদার দাবি এবং রাস্তা পাকাকরণের কাজ বন্ধ করার অভিযোগ উঠেছে। অভিযোগের লক্ষ্যবস্তু সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও তার ছেলে বাবুল।
শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন ঠিকাদারের ম্যানেজার শাহিনুর রহমান।
শাহিনুর রহমান তার লিখিত বক্তব্যে জানান, ভোমরাদহ ইউনিয়নের শিববাড়ি এলাকায় রাস্তা পাকাকরণের কাজ চলছিল, যেখানে বালু ফিলিং শেষ হয়ে খোয়া বসানোর কাজ চলছিল। ১৬ অক্টোবর সকালে, একজন আলম নামের ব্যক্তি কাজের স্থানে এসে চাঁদা দেওয়ার দাবির কথা বলেন। আলম দাবি করেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাদের জন্য ৫ লাখ টাকা দিতে হবে। কাজ চালিয়ে যেতে হলে এই চাঁদা দেওয়া জরুরি, অন্যথায় কাজ বন্ধ রাখতে হবে। তিনি আরও জানান, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান এবং তার ছেলে বাবুল তাকে পাঠিয়েছেন।
আরও পড়ুনঃ পলাতক পুলিশ সদস্যরা এখন সন্ত্রাসী বিবেচিত হবেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা
শাহিনুর আরও অভিযোগ করেন, একই দিন দুপুরে বাবুল নিজে কাজের স্থানে এসে আবারও কাজ বন্ধের নির্দেশ দেন এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেন। এসব কারণে, ঠিকাদার বাধ্য হয়ে কাজ বন্ধ রাখেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, তার পরিবারের নামে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এবং তিনি কাউকে চাঁদা দাবি করার জন্য পাঠাননি।
এই ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হচ্ছে।