ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা প্রেসক্লাবের নব-কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। শুভেচ্ছা জানানো নেতাদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচএম ইমদাদুল হক, এবং উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী।
এছাড়া, সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, এবং হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুনঃ পুলিশের থাকা-খাওয়ার মান সন্তোষজনক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজয় কুমার ঘোষ, দেবহাটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, স্বপ্ন সিঁড়ি, অনিক ফাউন্ডেশন, এমজেএফ ফাউন্ডেশনসহ আরও অনেক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নব-কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও, বাবুল প্রিন্টিং প্রেস, জমজম মিডিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দরদি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রেসক্লাবের নব-কমিটিকে শুভেচ্ছা জানানো হয়েছে।