spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাবীরগঞ্জে ক্ষতিপুরনসহ পাওনা টাকা আদায়ে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ক্ষতিপুরনসহ পাওনা টাকা আদায়ে সংবাদ সম্মেলন

সোমবার(২১ অক্টোবর ) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী এস এম আতহার সাদাত অভিযোগ করেন যে, চুক্তির শর্ত অনুযায়ী পাওনা অর্থ এবং ক্ষতিপুরন আদায়ের ব্যাপারে প্রতারণার শিকার হয়েছেন তিনি।

আতহার সাদাত জানান, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ৩৪ মাসের জন্য ১৫ লাখ ৫০ হাজার টাকার জামানত দিয়ে তিনি বীরগঞ্জের পিবি অটোমেটিক রাইস মিল ভাড়া নেন। মিলের মালিক আলহাজ্ব সহিদুর রহমান পাটোয়ারী চুক্তি অনুযায়ী মিলে নতুন যন্ত্রাংশ স্থাপন এবং মেরামতের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি। সাদাত নিজেই প্রায় ৫০ লাখ টাকার যন্ত্রাংশ ক্রয় এবং মেরামত করেন।

সংবাদ সম্মেলনে সাদাত অভিযোগ করেন যে, মিলের মালিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বেআইনীভাবে মিলে থেকে তাকে বের করে দিয়েছেন এবং ব্যবসায়িক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছেন, যার ফলে তার প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, গত ২২ জুলাই ২০২৪, মিলের মালিক তার লোকজনকে বলপ্রয়োগের মাধ্যমে বের করে দেন এবং তার ব্যবসায়িক ডকুমেন্ট ছিনিয়ে নেন।

আরও পড়ুনঃ সমাজ গঠনে যুব নেতৃত্ব তৈরি-দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

তিনি উল্লেখ করেন, তার পাওনা অর্থ ফেরত না পেয়ে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার কথা চিন্তা করছেন। এ বিষয়ে আলহাজ্ব সহিদুর রহমান পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি পরে কথা বলবেন বলে জানালেও কোন সাড়া দেননি।

সংবাদ সম্মেলনে এস এম আতহার সাদাতের সঙ্গে তার কয়েকজন ব্যবসায়ী বন্ধু উপস্থিত ছিলেন।