spot_img

― Advertisement ―

spot_img

জাকসু নির্বাচন বর্জন, পুনঃনির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবিতে...
প্রচ্ছদসারা বাংলাফিরোজ হাসানের বিরুদ্ধে শহীদের রক্তের সাথে তামাশার অভিযোগ

ফিরোজ হাসানের বিরুদ্ধে শহীদের রক্তের সাথে তামাশার অভিযোগ

মোঃ তারেক রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার খুকনী এলাকার ফিরোজ হাসান অনিকের বিরুদ্ধে শহীদদের রক্তের সাথে তামাশা করার অভিযোগ উঠেছে।

বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দল পরিবর্তন এবং সুবিধাবাদী আচরণের মাধ্যমে তিনি সমালোচনার মুখে পড়েছেন।

গত ২১ সেপ্টেম্বর এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে হাসিনা পতন আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমিরুল ইসলাম আলিম এবং স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শুরু হওয়ার আগে রুহুল কবির রিজভী ও আমিরুল ইসলাম আলিমের সাথে গোপনে আলাপচারিতার সময় ছবি তোলেন ফিরোজ হাসান, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতারা হতাশা প্রকাশ করেছেন এবং সাধারণ জনগণও ফিরোজ হাসানের এই আচরণ মেনে নিতে পারেনি।

আরও পড়ুনঃ ব্রাহ্মনবাড়িয়া থেকে স্বেচ্ছাসেবকলীগের নেতা রুপম আটক

বিগত আওয়ামী শাসন আমলে ফিরোজ হাসানের সাথে বিভিন্ন প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। সে সময়ে ভোট কেন্দ্র দখল, সাধারণ মানুষের জায়গা দখল, মিথ্যা মামলা এবং হয়রানির মতো কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও, সাবেক এমপি মমিন মন্ডল, চয়ন ইসলাম, মেরিনজাহান কবিতা এবং জান্নাত আরা তালুকদার হেনরির সাথে সোনালী ব্যাংক কেলেঙ্কারিতে তার ঘনিষ্ঠতা ছিল বলেও জানা যায়।

সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।