spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলামাধবদীতে সীমানা বিরোধের জেরে সংঘর্ষ, আ'হ'ত-৯

মাধবদীতে সীমানা বিরোধের জেরে সংঘর্ষ, আ’হ’ত-৯

মোঃ তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রামে সীমানা বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। সোমবার, ২১ অক্টোবর সকালে আবদুল মতিন ও সাদেক গংদের পরিবারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান সীমানা বিরোধের মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক আয়োজন করেছিলেন। কিন্তু বৈঠক চলাকালীন মীমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি। বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে, উভয় দল ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়।

সাদেক মিয়ার স্ত্রী মোসলেমা বেগম অভিযোগ করেন যে, সংঘর্ষের শুরুতে আবদুল মতিন গং তাদের বাড়িতে ভাংচুর চালিয়ে চাঁদা দাবি করে এবং তাদের পক্ষের সাতজনকে আহত করে। অন্যদিকে, মতিনের পক্ষ থেকে দুলাল মিয়া জানান যে তাদের পক্ষেরও দুজন গুরুতর আহত হয়েছেন। উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ নির্বাচনের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

আহতদের মধ্যে চারজন গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ মাহমুদুল কবির। উভয় পক্ষই আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

এই ঘটনায় উভয় পরিবারের মধ্যে উত্তেজনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।