সাইফুল ইসলাম, নিজস্ব (সিলেট)প্রতিনিধিঃ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক নোটিশে উল্লেখ করা হয়েছে যে, চেম্বারটি ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সংশ্লিষ্ট সেবা খাত’ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে প্রতীয়মান হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক, কেন বর্তমান কমিটি বাতিল করা হবে এবং প্রশাসক নিয়োগ করা হবে না, সেই কারণ দর্শানোর জন্য সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই নোটিশে সিলেট চেম্বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির কার্যক্রমের ওপর মন্ত্রণালয়ের অসন্তোষের কথা প্রকাশ পায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) অমিত দেবনাথ স্বাক্ষরিত নোটিশটি মঙ্গলবার প্রেরণ করা হয়েছে, যার প্রতিলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, মন্ত্রণালয়ের সচিব, এবং সিলেট জেলা প্রশাসককে প্রদান করা হয়েছে।
আরও পড়ুনঃ দুর্গাপুরে বালু ব্যবসায়ীর ঝুলন্ত ম’র’দে’হ উদ্ধার
এ ধরনের সিদ্ধান্তের পর সিলেট চেম্বারে উত্তেজনা বিরাজ করছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা আলোচনা চলছে।