হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দুর্গাপুর উপজেলার নবাগত ইউএনও মো.নাভিদ রেজওয়ানুল কবির। বৃহস্পতিবার বিকেলে ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়৷
এসময় নবাগত ইউএনও সাংবাদিক সমিতির সকলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন,দুর্গাপুরবাসীর জন্য সর্বোচ্চ নাগরিক সেবা অব্যাহত থাকবে। এছাড়া মানুষ যেন কোন ভোগান্তি ছাড়া সেবা পেতে পারে সেজন্য সচেষ্ট থাকবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আমাদের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষ যেন বাজারে গিয়ে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারে সে ব্যাপারে আমরা সদা তৎপর থাকবো।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,দুর্গাপুরে যে পর্যটন সেবা কেন্দ্রটি রয়েছে সেটার সামগ্রিক ব্যাপারে অবগত হলাম। এটি চালুর উদ্যোগ গ্রহণ করবো।
আরও পড়ুনঃ ঝিনাইদহে আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস পালিত
এই মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,সহ-সভাপতি মামুন রণবীর,সাধারণ সম্পাদক রাজেশ গৌড়,যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, ডা.মাওলানা আলী উসমান,সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা,দপ্তর সম্পাদক নূর আলম,সম্মানিত সদস্য সজীম শাইন,সিনিয়র সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার কলি,সদস্য সৈকত সরকার প্রমুখ।
উল্লেখ্য,৩৪তম বিসিএস এর কর্মকর্তা মো.নাভিদ রেজওয়ানুল কবির জন্মসূত্রে চাঁপাইনবাবগঞ্জের নাগরিক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি অষ্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন৷