মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দীর্ঘ ১৫ বছর পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর চেয়ারম্যান পদে পুনঃনিযুক্ত হয়ে আসাদুজ্জামান স্থানীয় প্রকৌশলীদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী নাচোল জোনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত চেয়ারম্যান আসাদুজ্জামান, যিনি বরেন্দ্র অঞ্চলে পানি সংরক্ষণ এবং পানি স্বাশ্রয়ী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ বীরগঞ্জে মেম্বার ও মহিলা মেম্বার অপসারণের প্রতিবাদে মানববন্ধন
সভায় উপস্থিত ছিলেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ রিজিওনের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ, নওগাঁ-১ এর মতিউর রহমান, নওগাঁ-২ এর শাহ মোঃ মুঞ্জুরুল হক, রাজশাহী অঞ্চলের মোস্তাফিজুর রহমান এবং নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম।
সভায় বরেন্দ্র অঞ্চলে টেকসই পানি ব্যবস্থাপনা, পানি স্বাশ্রয়ী ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, এবং পুকুর ও খাঁড়ির মত প্রাকৃতিক জলাধার খনন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।