মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদে পুলিশের দেয়া ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ। গতকাল বিকেলে নগরীর কদম মোবারক চট্টগ্রাম একাডেমি হলে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাবেক এই ছাত্রদল নেতা বলেন, সম্প্রতি বায়েজিদ থানাধীন আমিন জুটমিল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে পুলিশের গাড়ি ভাংচুর ও এক যুবক নিহতের ঘটনা ঘটে। এঘটনায় বায়েজিদ থানায় পৃথক দুটি মামলা হয়। হত্যার ঘটনায় নিহত ইমনের মা বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন, এ মামলায় সাইফুল ও তার ভাইদের নাম দিতে একটি চক্র মরিয়া হলেও প্রশাসনের সুদৃষ্টি থাকায় তাদের নাম দেয়া হয়নি।
আরও পড়ুনঃ পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি অর্ধেক
তিনি আরও বলেন, একই ঘটনায় পুলিশের গাড়ি ভাংচুরে জড়িত না থাকা সত্বেও সাইফুল ও তার ভাই এবং কয়েকজন ছাত্রদলের কর্মিদের নাম মামলায় অন্যান্যদের সাথে জুড়ে দেয়া হয়। এই ঘটনার সাথে সাইফুল ও তার ভাইসহ ছাত্রদলের কেউ জড়িত নেই বলে দাবি করেন ভুক্তভোগী সাবেক ছাত্রদল নেতা সাইফুল ।
সংবাদ সম্মেলনে তিনি চ্যালেঞ্জ করে বলেন, ঘটনায় তার সম্পৃক্ততার প্রমান দিতে পারলে সর্বোচ্চ শাস্তি তিনি মেনে নিবেন। এসময় তার বিরুদ্ধে দেয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত নিহতের পরিবারও সেদিনের ঘটনার সাথে সাইফুল ইসলাম জড়িত নেই বলে দাবি করেন।