মোঃ সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ সরকারের নির্দেশনায় সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি যৌথ বাহিনী অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অস্ত্রসহ দুই ডাকাত আটক হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) ভোরে ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কন্টিনজেন্ট এবং ভোলা সদর থানার পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নেন।
অভিযানে চিহ্নিত ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী মোঃ মনির হোসেন ব্যাপারী এবং মাদক ব্যবসায়ী মোঃ রাসেলকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি দেশীয় রিভলবার, ৫টি রাম-দা, ৩টি ক্রীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম, ৩টি দা, ১টি চাবুক, ১টি চাইনিজ হ্যামার, এবং ২টি মোবাইল সেটসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ বিভিন্ন সময়ে শাসকগোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য বুঝতে পারেনিঃ ইবি ভিসি
আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। অভিযানের পর, আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সামগ্রীগুলো আইনি প্রক্রিয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের কল্যাণে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের টহল অভিযান চলমান থাকবে।