spot_img

― Advertisement ―

spot_img

কেন্দ্রীয় নেতা বকুলকে ‘ধানের শীষ’ ছিনিয়ে নেওয়ার হুমকি স্থানীয় নেতাদের

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী–৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও...
প্রচ্ছদসারা বাংলানরসিংদীতে পৃথক অভিযানে বিদেশি অস্ত্র, গাঁজা উদ্ধারসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নরসিংদীতে পৃথক অভিযানে বিদেশি অস্ত্র, গাঁজা উদ্ধারসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে পৃথক তিনটি অভিযানে জেলা পুলিশ বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র, ও গাঁজা উদ্ধারসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নরসিংদী শহরের সাটিরপাড়া (বকুলতলা) এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫), চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩), কুষ্টিয়ার দৌলতপুর থানার কল্যাণপুর গাইনপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (১৯), শিবপুর থানার কারারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন (৩০), রায়পুরার বাঘাইকান্দি গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আলামিন @ আমিন (৩০), নেত্রকোনার পূর্বধলা থানার নুরুল ইসলামের ছেলে মাসুম মিয়া (৩০), এবং মাদারীপুরের চর বয়রা তলা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী লিলি বেগম (৩৬)।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরের ব্রাহ্মণ পাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সনেট ও রুবেলকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে এক রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং লোহার তৈরি চাপাতি উদ্ধার করা হয়। সনেটের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, অস্ত্র, ও ডাকাতিসহ ২০টিরও অধিক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃ’ত্যু 

শিবপুর মডেল থানা পুলিশ চৌরবর্দী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করে। জানা যায়, একটি ডাকাত দল হানিফ মিয়ার বাড়িতে প্রবেশ করে ৭ ভরি স্বর্ণ, নগদ অর্থসহ ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ঘটনা উদঘাটন করে এবং জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে।

বেলাব থানায় মাদক বিরোধী অভিযানে বারৈচা জেনারেল হাসপাতালের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানগুলোতে জেলা পুলিশ তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।