spot_img

― Advertisement ―

spot_img

বেরোবির ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির একটি পোকা পাওয়া গেছে।রবিবার (৩১ আগস্ট) দুপুরের খাবারে...
প্রচ্ছদসারা বাংলাবীরগঞ্জে জীবন হত্যার প্রধান আসামি রেন্টুর পাম্প চালু, হতবাক এলাকাবাসী

বীরগঞ্জে জীবন হত্যার প্রধান আসামি রেন্টুর পাম্প চালু, হতবাক এলাকাবাসী

বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে গত ১৫ সেপ্টেম্বর জীবন ইসলাম (২৫) হত্যার ৪২ দিন পর মামলার প্রধান আসামি ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তি রতন কুমার সাহা রেন্টুর পাম্প “জ্যোৎস্না ফিলিং স্টেশন” চালু হওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, জীবন ইসলামকে প্রকাশ্য দিবালোকে তুলে এনে রেন্টুর গুদামে নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয় লোকজন জীবনের মরদেহ উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালেই হত্যাকান্ডে নিহত যুবক জীবন ইসলামের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে প্রেরন করেন।

এ ঘটনার পর বীরগঞ্জ থানায় প্রধান আসামি রেন্টু সাহাসহ ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং হত্যাকাণ্ডের পরদিনই হাজারো জনতা লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

পরবর্তীতে প্রশাসনের প্রতিশ্রুতির ভিত্তিতে পাম্পটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়, এবং প্রশাসন আশ্বাস দেয় যে রেন্টু সাহাকে গ্রেপ্তার না করা পর্যন্ত পাম্পটি বন্ধ থাকবে।

কিন্তু, প্রশাসনের প্রতিশ্রুতি উপেক্ষা করে গত ২৮ অক্টোবর রাতে পাম্পটি চালু করা হয়। এ বিষয়ে পাম্পের ম্যানেজার জীবন সাহা দাবি করেন যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং এলাকার প্রভাবশালী নেতাদের নির্দেশেই পাম্পটি চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ বীরগঞ্জে ইট ভাটায় দূর্ধষ ডাকাতি, ২লক্ষ ২৮হাজার টাকার মালামাল লুট

এলাকাবাসী এবং সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে, মামলার বাদির সঙ্গে আসামিদের ৩০ লাখ টাকায় আপসের মাধ্যমে মীমাংসা হয়েছে। মামলার বাদি এবং প্রধান আসামির ফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকেও এ ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং নতুন করে বিক্ষোভের আশঙ্কা তৈরি করেছে।