মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে আনিকা (১৫) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ নভেম্বর) পৌর শহরের সরকারী কলেজ সংলগ্ন আব্দুস সাত্তার মাস্টারের বাসায় এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হন তার খালা পাপিয়া আক্তার (৩৭)।
আনিকা বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। সে কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল। পাপিয়া মৃত আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী। ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে পাপিয়া আক্তার রক্তাক্ত শরীর নিয়ে বাসা থেকে বের হয়ে চিৎকার করতে থাকেন।
এ সময় প্রতিবেশীরা বাসায় ঢুকে তার ভাগ্নী আনিকার মরদেহ দেখতে পান। পরে পাপিয়াকে আহত অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারা আরো জানায়, মায়ের নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে চাকরি করার সুবাদে খালা বাসায় থেকে পড়াশোনা করত আনিকা। কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।
আরও পড়ুনঃ মেঘনা উপকূলে পূবালী ব্যাংকের ৬০০গাছের চারা রোপণ
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তরুণীর গলা কাটা হয়েছে। তা ছাড়া শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি।
মনোহরদী থানা অফিসার ইনচার্জ মো.জুয়েল হোসেন বলেন, ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। তার খালাকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।