মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতার গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন অনুযায়ী কাজ করবো। ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না এবং কাজের ক্ষেত্রে কোনো ভুল থাকলে আপনারা তা সুধরে দেবেন।"
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবাগত জেলা প্রশাসক আরও বলেন, “দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীনভাবে কাজ করতে হবে। ক্ষমতার দাপট দেখানো উচিত নয়; এর অন্যথা হলে আমাদেরও একই পরিণতি হবে। গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক। তাদের কাছ থেকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানাই।”
মতবিনিময়ের সময় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। যেমন- ইজারা দেওয়া খালগুলো উন্মুক্ত করে দেওয়া, ইজারার অনিয়ম, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ, ভূমি সেক্টরের স্বচ্ছতা, জলাবদ্ধতা দূরীকরণ, এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
আরও পড়ুনঃ চারুকলাসহ পাঁচ বিভাগের কক্ষ বন্টনের চূড়ান্ত সিদ্ধান্ত ইবি প্রশাসনের
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, ও জেলার বিভিন্ন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার গত ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন।