নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলার ২০২৫-২০২৬ সালের আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রহমান। এর আগে তিনি উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
গত সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় এ রুকন সম্মেলনে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান।
সম্মেলনে বগুড়া জেলার সকল উপজেলার আমীর নির্বাচন (২০২৫-২০২৬ সেশনের) জন্য নির্বাচিত করা হয়। এর আগে শাজাহানপুরে উপজেলার আমীর আব্দুল লতিফ প্রামানিকে জেলা মজলিসে শুরায় নেয়া হয়।
আরও পড়ুনঃ দেবহাটায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
এরই ধারাবাহিকতায় বগুড়া শাজাহানপুর উপজেলায় সকল রুকনের ভোটের মাধ্যমে উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুর রহমান।