spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্যবিরোধী...
প্রচ্ছদসারা বাংলাইবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. জাহাঙ্গীর আলম

ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. জাহাঙ্গীর আলম

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম নিয়োগ পেয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) নবনিযুক্ত ডিন নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ সূত্রে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন
অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)এর ২৩ (৪) ধারা মোতাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ আগামী দুই বছরের জন্য তাদের এ পদে নিয়োগদান করেছেন। অতিরিক্ত এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ ট্রাম্পের শাসনামলে বাংলাদেশের ভবিষ্যৎ

নবনিযুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘ সামাজিক বিজ্ঞান অনুষদে বিভাগ সংখ্যা বেশি হলেও বিভিন্ন বিভাগে শিক্ষক সংখ্যা খুবই কম। এজন্য একাডেমিক কার্যক্রম শৃঙ্খলা সহিত চলতে পারছে না। এ গুরুতর সমস্যা দ্রুত কাটিয়ে উঠার জন্য বিভাগের সভাপতির সাথে আলোচনায় বসবো। সেইসাথে প্রশাসনকে সামর্থ্য অনুযায়ী শিক্ষক নিয়োগের পরামর্শ দিবো’

উল্লেখ্য, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ডিনের দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় ধন্যবাদ জ্ঞাপন করেন কর্তৃপক্ষ।