নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বেতগাড়ী এলাকায় নুর হোসেনের বসতঘর ও মোটরসাইকেল আগুনে পুড়ল দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার। এ বিষয়ে ভুক্তভোগী নুর হোসেন শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকাল অভিযোগ বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
অভিযোগ সূত্রে জানা যায়,গত শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ওমর ফারুক, নুর,রেজোয়ান,বাবর সহ ১০/১৫ মুখোশধারী লোকজন নুর হোসেন কে হত্যা উদ্দেশ্য বসতবাড়ি আগুন জ্বালিয়ে দেয়। এসময় ঘরে থাকা আসবাবপত্র সহ বারান্দায় রাখা এফজেড মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।
আরও পড়ুনঃ আমন ধানের বাম্পার ফলনে খুশির জোয়ারে ভাসছে কলাপাড়ার কৃষকরা
এদিকে আগুনে পুড়া ক্ষতিগ্রস্থ বসতবাড়ি দেখতে যান ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ,সিনিয়র সহসভাপতি আব্দুল মোত্তালেব বাদল।এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।