spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাটিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে টিটিসি’র সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক মোহাঃ সাঈদী হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, যিনি কোরিয়ান ভাষা ল্যাবের উদ্বোধন করেন এবং কেন্দ্রের বিভিন্ন ট্রেড ঘুরে দেখেন। তিনি প্রশংসাসূচক মন্তব্য করেন সেখানকার ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়ে।

আরও পড়ুনঃ ফেসবুকে প্রেম, বগুড়ায় বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

এছাড়া, বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আখলাক-উজ-জামান। সেমিনারের বক্তারা বাংলাদেশের শ্রমিকদের বৈধপথে ও দক্ষতার সাথে বিদেশ গমনের উপর গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন বিদেশ গমনকারী ও বিদেশ ফেরত শ্রমিকরা, যারা অভিজ্ঞতা বিনিময় করেন।