মোঃ আবু হায়াৎ, সুনামগঞ্জ (জেল) প্রতিনিধিঃ তাহিরপুর সীমান্তে ১৫০ পিস ইয়াবা সহ চিহ্নিত এক মাদক ব্যবাসায়ীকে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. সাদেক আলী (২২)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির টহল দল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কলাগাঁও নামক স্থানে হতে তাকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৫০ ইয়াবা জব্দ করে ।
আরও পড়ুনঃ ইবিতে বাগেরহাট জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরিফুল-তালুকদার
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত যুবককে দ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।