মোঃ আব্দুল আউয়াল কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে “বড় হবো আমরা, বড় হবে দেশ” শীর্ষক আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করে উপজেলা প্রেসক্লাব।
অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়বে।” তিনি সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে সবার প্রতি সততার পথে থেকে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। সুষ্ঠু শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বয় জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার হুমায়ূন দিলদার, ওসি মিজানুর রহমান, এবং রূপালী ব্যাংক কেন্দুয়া শাখার ব্যবস্থাপক সুবল চন্দ্র ঘোষ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।
আরও পড়ুনঃ সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি অন্তরা আক্তার এবং কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়। পরে, ৫৯ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ডিকশনারি প্রদান করা হয় এবং বরণীয় অতিথিদের হাতে মানচিত্র খচিত সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।