spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

বগুড়ায় হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে কর্মরত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এসএম মঈনুদ্দিন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় তিনি নিখোঁজ হন। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়, এক ব্যক্তি ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। মামুনুর রশিদ সোমবার বিকেলে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথীরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে তিনি বের হয়ে যান। রাত ১২টার দিকে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে তিনি আবারও হোটেল থেকে বের হন।

আরও পড়ুনঃ খুনি হাসিনার দোসর নুর ইসলাম এখন কোথায়?

হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার রাত ১০টার পর ওই ব্যক্তি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারও হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মামুনুর রশিদের কলহ চলছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।