spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলাজাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ৩১ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এর আগে মো. নুরে ইসলাম মিলনকে আহ্বায়ক এবং ফয়সাল আজম অপুকে সদস্য সচিব করে কেন্দ্রীয় কমিটি এই কমিটি গঠনের আহ্বান জানায়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় রাজশাহীর আটটি জেলার শাখা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের মতামতের ভিত্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। তারা আনুষ্ঠানিকভাবে মো. নুরে ইসলাম মিলনের হাতে কমিটির তালিকা হস্তান্তর করেন।

৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন: রাজশাহী জেলা শাখা: আহ্বায়ক গোলাম শারোয়ার (নিউজ টাইমস), সদস্য সচিব মো. আকতার রহমান (এশিয়ান টিভি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা: আহ্বায়ক মো. আলেক উদ্দিন দেওয়ান (দৈনিক মুক্ত খবর), সদস্য সচিব আলাউদ্দিন (ভোরের দর্পণ), নওগাঁ জেলা শাখা: আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (মাইটিভি), সদস্য সচিব নবীর উদ্দিন (দৈনিক করতোয়া), জয়পুরহাট জেলা শাখা: আহ্বায়ক রফিকুল ইসলাম (এটিএন বাংলা/এটিএন নিউজ), সদস্য সচিব কবীর হোসেন (ভোরের কাগজ), বগুড়া জেলা শাখা: আহ্বায়ক আবু মুসা (দৈনিক বগুড়া),

সদস্য সচিব ইউনুস উদ্দিন (দৈনিক মুক্ত বার্তা), সিরাজগঞ্জ জেলা শাখা: আহ্বায়ক আ. খ. ম. একরামুল (দৈনিক জাতীয় অর্থনীতি), সদস্য সচিব আবদুল লতিফ (দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ), পাবনা জেলা শাখা: আহ্বায়ক নাহীদ (মাইটিভি), সদস্য সচিব সেলিম উদ্দিন (ভোরের দর্পণ)।

আরও পড়ুনঃ আরডিএ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে,অন্যের জায়গা দখল করে ইমারত নির্মাণ

অন্য সদস্যদের মধ্যে রয়েছেন: মো. তোফাজ্জল হোসেন (আরটিভি, নাটোর), শেখ রবিউল ইসলাম আজম (সাপ্তাহিক অপরাধ দমন, পাবনা), সুমাইয়া সুলতানা হ্যাপী (গণধ্বনী প্রতিদিন, ঈশ্বরদী, পাবনা), মো. সুরুজ আলী (দৈনিক উপচার, রাজশাহী), মো. নাঈম হোসেন (কালের কণ্ঠ, রাজশাহী), মো. আসাদুজ্জামান আসাদ (আমার দেশ/গণধ্বনী প্রতিদিন), মো. আমিরুল হোসেন (ডেইলি স্টেট, রাজশাহী), জাহিদ হাসান (আজকের পত্রিকা), মাহাবুবজ্জামান সেতু (যায়যায়দিন, মান্দা, নওগাঁ), মো. পাভেল ইসলাম মিমুল (দৈনিক বর্তমান, রাজশাহী), মিজানুর রহমান মিজান (যুগান্তর, চারঘাট), সারোয়ার হোসেন সবুজ (দৈনিক আলোকিত সকাল, গোদাগাড়ী), এস.এম. রবিউল ইসলাম (দৈনিক আমাদের কণ্ঠ, দুর্গাপুর), মো. সানাউল্লাহ স্বপন (বাংলার নবকণ্ঠ) এবং জাকির হাসান টুটুল (দৈনিক গণতদন্ত, তানোর)।

কেন্দ্রীয় নেতারা নির্দেশ দিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে রাজশাহীর আটটি জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রে জমা দিতে হবে।