মাহিম সিদ্দিকি, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আজ (বুধবার) সকাল ১০ টায় মাগুরা জেলার ৪টি উপজেলা থেকে প্রায় ২০৪ জন উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
কুরআন তিলাওয়াত, হামদ নাত, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, ইসলামিক জ্ঞান, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতায় উত্তীর্ণ বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ মজিবউল্লাহ ফরহাদ এর সভাপতিত্বে এবং মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিক এর পরিচালনায় ,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের।
আরও পড়ুনঃ বগুড়ায় প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রা’ণ গেল চালকের
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেনার মোঃ শিহাব উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন উপজেলার ফিল্ড সুপারভাইজার গন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে যে হারে অপসংস্কৃতি বাড়ছে তার বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির প্রচলন করলে একটি সুস্থ জাতি উপহার দেয়া সম্ভব। সমাজ থেকে অপসংস্কৃতি রুখতে সমাজের সকল ক্ষেত্রে সুস্থ ধারার সংস্কৃতির প্রচলন করতে হবে। আর সেজন্য সমাজের সচেতন সকল নাগরিককে ঐক্যবদ্ধ ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই আমাদের সন্তানরা একটি সুস্থ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।