spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলা৪৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৪৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ৪৯২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ হাবিবুর রহমান (২০), পিতা-মোঃ আঃ আলিম, সাং-বায়াপাল পাড়া, থানা-পবা, জেলা-রাজশাহী।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০ নভেম্বর ২০২৪ তারিখ রাত ৮:৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন ফটকপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি মাদকের চালান আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। র‌্যাবের গোয়েন্দা দলের তথ্য অনুযায়ী, ওই রাতে মাদকের একটি বড় চালান সরবরাহের পরিকল্পনা ছিল। অভিযান পরিচালনার সময় তাকে ফেনসিডিলসহ হাতেনাতে ধরা হয়।

আরও পড়ুনঃ ৪৬শে পা রাখতে ইবি সেজেছে বর্ণিল সাজে

উল্লেখিত ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এমন কার্যকর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এমন সংবাদ আপনার নিউজ পোর্টালের জন্য নিঃসন্দেহে গুরুত্ব বহন করে। আশা করি এটি প্রকাশ করে জনগণকে আরও সচেতন করতে পারবেন।