ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ দীর্ঘ ৪ বছর পর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ২২ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পরীক্ষা শুরু আগামী ৩১ জানুয়ারি।
বৃহস্পতিবার (২১নভেম্বর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্টার ( ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো: গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে৷ এছাড়া ১৪ ফেব্রুয়ারী ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারী বি ইউনিট কলা অনুষদ, ২২ ফেব্রুয়ারী এ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারী সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ২০২১-২০২২ সালে এসএসসি ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবে। অর্থাৎ থাকছে না সেকেন্ড টাইম।
আরও পড়ুনঃ চব্বিশের আন্দোলনে নায়ক খুঁজলে শিবির প্রথম সারিতে থাকবেঃ শিবির সভাপতি
আগামী ০১/১২/২০২৪ তারিখ দুপুর ১২ টা হতে ১৫/১২/২০২৪ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে। প্রাথমিক আবেদন ফ্রি ১০০ টাকা। প্রাথমিক আবেদনকারীদের মধ্যে হতে মেধাক্রম অনুসারে ১ থেকে ৪০০০০ হাজার তম আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে ৭০০ টাকা প্রদান করে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফ্রি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফ্রি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( https://admission.jnu.ac.bd) এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।