spot_img

― Advertisement ―

spot_img

দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায়...
প্রচ্ছদসারা বাংলাদেবহাটায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

দেবহাটায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, আইসিটি সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা এবং বিজিবি ও ফায়ার স্টেশনের কর্মকর্তারা সভায় অংশ নেন।

আরও পড়ুনঃ চব্বিশের আন্দোলনে নায়ক খুঁজলে শিবির প্রথম সারিতে থাকবেঃ শিবির সভাপতি

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা উপজেলার সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।