spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাবীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, প্রীতিভোজ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভাটি বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার বীরগঞ্জ ও কাহারোল উপজেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের শতাধিক সদস্য অংশ নেন।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা মো. রশিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা গোলাম আজম কাজল। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মঈন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাসেদ, মো. আখতার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ সীমিত সামর্থ্য ও নানা সংকট নিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বক্তারা স্বাধীনতা যুদ্ধে এবং দেশের বিভিন্ন সংকটে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের শেষে সদ্য সংস্কার করা ভবনে মধ্যাহ্নভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।