spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলাজান্নাতুলের দুই স্বামীর সঙ্গে সংসার: এলাকায় চাঞ্চল্যতা

জান্নাতুলের দুই স্বামীর সঙ্গে সংসার: এলাকায় চাঞ্চল্যতা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নুরুল ইসলাম ভূঁইয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস একইসঙ্গে দুই স্বামীর সঙ্গে সংসার করছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রথমে জান্নাতুল ২০২২ সালে প্রেম করে সাগর শেখ নামে এক ইউটিউবারকে বিয়ে করেন। কয়েক মাস পর তার বাবা বিদেশ থেকে ফেরার পর জান্নাতুল তার পরিবারের চাপে অন্য এক যুবককে বিয়ে করেন। তবে তিনি প্রথম স্বামী সাগরের সঙ্গেও সম্পর্ক বজায় রাখেন।

সাম্প্রতিক সময়ে জান্নাতুল তার প্রথম স্বামী সাগরকে এড়িয়ে চলতে শুরু করেন এবং দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে আগ্রহ প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাগর স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন এবং আদালতে মামলা দায়ের করেন।

সাগর জানান, জান্নাতুলের পরিবারের চাপে দ্বিতীয় বিয়ে করলেও প্রথম স্বামীর অধিকার তিনি কখনও প্রত্যাখ্যান করেননি। সাগর বলেন, “আমাদের সংসার ভালোই চলছিল। কিন্তু জান্নাতুলের বাবা ফেরার পর পরিস্থিতি বদলে যায়। জান্নাতুল এখন আমাকে এড়িয়ে চলছে। আমি তাকে ফিরে পেতে আইনি পদক্ষেপ নিয়েছি।”

দ্বিতীয় স্বামী জানান, জান্নাতুলের সঙ্গে সাগরের বিয়ের বিষয়টি তিনি জানতেন না। তিনি এ বিষয়ে কথা বলতে অনিচ্ছুক।

জান্নাতুলের মা হাছিনা বেগম দাবি করেন, “জান্নাতুল ও সাগরের বিয়ে দুই মাস পরেই ডিভোর্স হয়ে যায়। আমার মেয়ে ছোট ছিল, তাই বুঝতে পারেনি। ডিভোর্সের কাগজপত্রও ছিঁড়ে ফেলা হয়। পরে আমার মেয়ে আবার বিয়ে করে।”

আরও পড়ুনঃ খুতবা না শুনলে কি জুমার নামাজ আদায় হবে?

আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক বলেন, “জান্নাতুল ও সাগরের ডিভোর্স হয়েছে এমন কোনো নথি ইউনিয়ন পরিষদে জমা পড়েনি। বিষয়টি আইনি পথে সমাধান করতে হবে।”

সাগর স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। পরে তিনি রাজবাড়ী আদালতে ১৭ নভেম্বর একটি মামলা করেন। এই ঘটনা স্থানীয় পর্যায়ে বেশ কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে বলে ধারণা করা হচ্ছে।