spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় কারাগারে কয়েদির মৃত্যু

বগুড়ায় কারাগারে কয়েদির মৃত্যু

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল লতিফ (৬৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি গ্রামের বাসিন্দা।

সোমবার (২৫ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ জানান, গত ১৫ আগস্ট মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আব্দুল লতিফ গ্রেফতার হয়ে কারাগারে আসেন। শনিবার (২৩ নভেম্বর) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

আরও পড়ুনঃ বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, দুইজন গুরুতর আহত

জেল সুপার আরও জানান, মৃত আব্দুল লতিফের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাটি কারাগারে বন্দিদের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।