spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত

বগুড়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস চাপায় এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যাক্তি হলেন উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর উত্তরপাড়ার মৃত কাশেম আলী সাকিদারের ছেলে আব্দুস সাত্তার হাজী। তার বয়স ছিল ৮০ বছর। তিনি একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আব্দুস সাত্তার হাজী তার নাতীর সদাই আনতে গিয়েছিলেন। রাস্তা পারাপারের সময় গাইবান্ধা হতে আসা আল-হামরা পরিবহনের সাথে ধাক্কা লাগে এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।

আরও পড়ুনঃ স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়-রাজিব

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ জানান, নিহত আব্দুস সাত্তার এর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আল-হামরা পরিবহনের বাসটি আটক করা গেলেও বাসের ড্রাইভার ও হেলপার এখনো পলাতক রয়েছে।