spot_img

― Advertisement ―

spot_img

কেন্দুয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মোঃ আব্দুল আউয়াল কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কেন্দুয়া সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ...
প্রচ্ছদসারা বাংলাকেন্দুয়ায় তৎকালীন এসআই আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা

কেন্দুয়ায় তৎকালীন এসআই আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা

মোঃ আব্দুল আউয়াল কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া থানার তৎকালীন এসআই মোঃ আব্দুল কাদেরসহ ৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ী এলাকার মোঃ জামাল উদ্দিন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) কেন্দুয়া থানায় দায়ের করা মামলার নং ১৬। এতে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় শোক র‍্যালি বের হলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তৎকালীন এসআই আব্দুল কাদেরের(বিপি ৭৭৯৭০২৬১৫৬) নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, পুলিশ এবং আওয়ামী লীগের সমর্থকরা দেশীয় অস্ত্র ও ককটেল ব্যবহার করে হামলা চালায়। এতে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, হামলায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুনঃ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য: ডিআইজি চট্টগ্রাম

একজন সাক্ষী (বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য) ড. রফিকুল ইসলাম হিলালীর অভিযোগ, এসআই আব্দুল কাদের তাঁর জামার কলার ধরে পিস্তল ঠেকিয়ে গালিগালাজ ও হুমকি দেন।

মামলার বাদী মোঃ জামাল উদ্দিন অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিষয়টি বিভাগীয় তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।