পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৬ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৩টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দামকুড়া থানার মৃত ফরহাদ হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (৩৮), খোলাবোনা গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মো. পলাশ হোসেন (৩৫) ও কসবার হরিপুরের মৃত আবুল কালামের ছেলে মো. মিলন হোসেন (৫৩)।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাশিয়াডাঙ্গা ত্রিভূজ মোড় এলাকায় তিন ব্যক্তি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
ডিবি পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ফারুক, পলাশ এবং মিলনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে হত্যার ঘটনায় দুই আসামির যাবজ্জীবন
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন বলেন, "মাদক নির্মূলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
রাজশাহীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে।