spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদসারা বাংলাসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের সাথে ওসির মত বিনিময়

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের সাথে ওসির মত বিনিময়

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেছেন।

আজ শুক্রবার সকাল ১১টায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার বাংলাদেশসহ রামগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা এখন একটি শান্তিপূর্ণ দেশে বসবাস করছি। এ ধারা নস্যাৎ করতে একটি কুচক্রিমহল বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ও মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। 

সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন ষড়যন্ত্রকারীরা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশে ও বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করার সুযোগ পায়।

আরও পড়ুনঃ রামগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, সাধারণ সম্পাদক অমৃত লাল কর্মকার, জেলা বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ, পৌর বিএনপি নেতা জাকির হোসেন মোল্লা, আলমগীর হোসেন মিয়া, জামায়াত নেতা আবু সালেহ হীরা ও সাংবাদিক মাহমুদ ফারুক প্রমূখ।