জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। রোববার (১ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে নালিতাবাড়ী থানার রঞ্জনা ঝরনা ও নয়াবিল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত ৭টি স্থাপনা বা মাচা ধ্বংস করা হয় এবং পাঁচটি ড্রেজার মেশিন ও অসংখ্য পাইপ অপসারণ করা হয়। এসব কাজ ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসার, বিজিবি সদস্য ও অন্যান্য কর্মচারীরা মোবাইল কোর্টকে সার্বিক সহায়তা প্রদান করেন।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।” তিনি এলাকাবাসীকে সতর্ক করে বলেন, প্রাকৃতিক সম্পদ ধ্বংস এবং পরিবেশ বিপর্যয় রোধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
এ অভিযান এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হলেও পরিবেশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।