spot_img

― Advertisement ―

spot_img

আমতলীতে নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মো: মামুনুর রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ মো. মামুনুর রশিদ, আমতলী (বরগুনা): বরগুনার আমতলীতে নির্যাতনের পর স্ত্রী জুবায়রা আক্তার জান্নাতিকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ইমন...
প্রচ্ছদসারা বাংলাআমতলীতে পুলিশের অভিযানে ১৪ চোরাই গরু উদ্ধার

আমতলীতে পুলিশের অভিযানে ১৪ চোরাই গরু উদ্ধার

মো: মামুনুর রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে পুলিশের অভিযান চালিয়ে চুরি হওয়া ১৪টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য লিটন ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বরগুনা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

গত শনিবার রাতে আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের লুৎফর হাওলাদারের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়। এ ঘটনায় লুৎফর হাওলাদার পরদিন আমতলী থানায় মামলা দায়ের করেন। বরগুনা পুলিশ সুপারের নির্দেশে আমতলী থানা পুলিশ ওই চোর চক্র গ্রেপ্তারে অভিযান চালায়।

রবিবার রাতে আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে চারটি চোরাই গরুসহ লিটন ঢালীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমতলী ও গলাচিপা থানার বিভিন্ন এলাকা থেকে আরও ১০টি গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১৪টি গরুর আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃত লিটন ঢালী আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ঢাকার কোতোয়ালি এবং আমতলী থানায় আরও তিনটি মামলা রয়েছে।

পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, “মাদক, সন্ত্রাস, চুরি এবং অন্যান্য অপরাধ রোধে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চোর চক্রের মূলহোতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনব।”

আরও পড়ুনঃ ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ববিতে বিক্ষোভ

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, “অপরাধ দমনে পুলিশ কঠোর পরিশ্রম করছে এবং অভিযান অব্যাহত থাকবে।”

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রুহুল আমিন, এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পুলিশের তৎপরতার কারণে চুরি হওয়া গরু দ্রুত উদ্ধার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। এ ঘটনায় আমতলী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।