spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় অবৈধ কয়েল কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় অবৈধ কয়েল কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ার রাজাপুর রোডে এস.এম.আর. কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ নামে একটি অবৈধ কয়েল কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিষয়ে সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদিত প্যাকেট ব্যবহার না করে ভিন্ন মোড়কে কয়েল বাজারজাত করছিল। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন। কারখানার পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হলেও তদন্তে জানা যায়, তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই।

আরও পড়ুনঃ বগুড়ায় মরা গরুসহ কসাই ও সহযোগী আটক

এছাড়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অনুমোদিত পিএইচ নম্বর ছাড়াই তারা এই নম্বর ব্যবহার করছিল। এসব অপরাধের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটিকে জরিমানা করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি টিম এবং জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন। সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ভোক্তাদের প্রতারণা থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।