মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের বহদ্দারহাট চাঁন্দগাঁও আবাসিক এলাকার ঐতিহাসিক স্বাধীনতা (জিয়া পার্ক) পার্ক, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত, বর্তমানে অবহেলা ও চুরির শিকার হয়ে করুণ দশায় পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পার্কে থাকা শিশুদের খেলার সরঞ্জাম, দোলনা, বাম্পার কার, এমনকি বাউন্ডারির গ্রিল পর্যন্ত চুরি হয়ে গেছে। বাথরুমের জানালার থাই গ্লাস ও সুইচ বোর্ডসহ বেশ কিছু মূল্যবান অংশ খুলে নিয়ে বিক্রি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা দিদারুল ইসলাম ইমরান অভিযোগ করেন, চুরি হওয়া মালামালের মধ্যে মাত্র একজনই ৪ লাখ টাকার সরঞ্জাম বিক্রি করেছে।
এই পার্কটি আগে চট্টগ্রামের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতার নামে ইজারা দেওয়া হয়, যা পার্কের উন্নয়নের বদলে বিপরীত চিত্রই ফুটিয়ে তুলেছে। বর্তমানে পার্কের মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে।
আরও পড়ুনঃ খুবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
স্থানীয়রা দাবি করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন যদি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই পার্কটি সংস্কারে উদ্যোগ নেন, তবে এটি আগের জৌলুস ফিরে পেতে পারে।
এটি শুধুমাত্র একটি পার্ক নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের একটি অংশ। সংশ্লিষ্টদের যথাযথ নজরদারি ও সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনগণ।