spot_img

― Advertisement ―

spot_img

নালিতাবাড়িতে ১৭ বছর পর ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে উদযাপন করা হয়েছে। উপজেলা ও পৌর...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে সেনা অভিযানে ভারতীয় জিরা ও কম্বল জব্দ

নালিতাবাড়ীতে সেনা অভিযানে ভারতীয় জিরা ও কম্বল জব্দ

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার মূল্যের ভারতীয় জিরা ও কম্বল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ৪ ডিসেম্বর বুধবার গভীর রাতে উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব জিরা ও কম্বল জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, লেফটেন্যান্ট সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে বরুয়াজানী এক বাড়ি গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। পরে সেখানে আরও তল্লাসী করে অবৈধভাবে আমদানী করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের মূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং উদ্ধারকৃত জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ খিচুড়ি ভোজ নিয়ে সমন্বয়কদের মধ্যে হট্টগোল, এসপিকে ক্যাম্পাসে ঢুকতে বাঁধা

এছাড়া এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয় যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। তবে অভিযানকালে বাড়ির মালিক ও এসব পণ্য চোরাকারবারীর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি আগেই পালিয়ে যায়।