spot_img

― Advertisement ―

spot_img

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের দাবিতে জমিয়তের স্মারকলিপি

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঢাকা অফিস স্থাপন সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে...
প্রচ্ছদসারা বাংলাসাধারণ মানুষের চলাচলের জন্য ব্যারিস্টার কামালের অর্থায়নে নির্মিত ব্রীজ উদ্বোধন

সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যারিস্টার কামালের অর্থায়নে নির্মিত ব্রীজ উদ্বোধন

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে  নেত্রকোণার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাটে নির্মিত হয়েছে কাঠের ব্রীজ। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নিজস্ব অর্থায়নে এই ব্রীজ নির্মাণ করা হয়। এই কর্মযজ্ঞে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেছেন। এই ব্রীজে জনসাধারণ বিনা টোলে চলাচল করতে পারবেন।

শুক্রবার দুপুরে দুর্গাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় দেশবাসীর কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ব্রীজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া,সদস্য সচিব আব্দুল আউয়াল,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক  জামাল উদ্দিন মাস্টার,পৌর বিএনপির সদস্য সচিব হারেজ গণি,উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল হক রিপন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

আরও পড়ুনঃ ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. রোকসানা মিলি

বিএনপির নেতাকর্মীরা বলেন,দুর্গাপুর-কলমাকান্দার গণমানুষের নেতা ব্যারিস্টার কায়সার কামাল সাধারণ মানুষের জন্য সবসময়ই নিজের সবটুকু দিয়ে কাজ করেন। তারই ধারাবাহিকতায় দুর্গাপুরে তিনি বিভিন্ন জনসেবামূলক কাজ করছেন। আজ থেকে এই ব্রীজ দিয়ে জনগণ বিনা টোলে চলাচল করতে পারবেন।

দুর্গাপুরের স্থানীয় সাধারণ জনগণ বলছেন,এতোদিন ব্রীজ না থাকায় চলাচলে দুর্ভোগ তৈরি হতো। ব্রীজ নির্মাণের ফলে সকল দুর্ভোগ দূর হলো। এখন মানুষ খুব সহজেই চলাচল করতে পারবেন।