spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত দুই

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত দুই

নাহিদ হাসান ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এঘটনায় শিশুসহ আহত হয়েছেন পাঁচজন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম কালিকাপুর রানা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক জিতেন্দ্রনাথ সাহা (৫৫) তিনি সদর ইউনিয়নের ওমরপুর হাটুয়া এলাকার হরেন্দ্রনাথ সাহার ছেলে। অপরদিকে নিহত অটোরিকশার এক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- সিরাজগঞ্জ উল্লাপাড়ার নান্দী মধু এলাকার ওয়াদুদ (৪২), কল্পনা বেগম (৪০), জিহাদ (১০) এবং দুজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল। কালিকাপুর ও রানা চত্বরের মাঝামাঝি গেলে বগুড়াগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুনঃ শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মার্কেটিং

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত সিএনজি চালকের মরদেহ থানায় রাখা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে প‌রিবারের কাছে হস্তান্ত‌র করা হবে। অপরজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।