spot_img

― Advertisement ―

spot_img

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা জেলার দৌলতখানে ডিবি পুলিশের অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শনিবার...
প্রচ্ছদসারা বাংলাভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ রবিবার (০৮ ডিসেম্বর ২০২৪) পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শণ শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা।

আরও পড়ুনঃ সখীপুরে কাদের সিদ্দিকীকে নিয়ে বিএনপি নেতার কড়া হুঁশিয়ারি

এ সময় জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) ভোলা, জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, জনাব মোঃ বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), ভোলা জনাব মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ ভোলাসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।