মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ বাংলাদেশ সত্য ও ন্যায় প্রচারের উদ্দেশ্যে গঠিত তারেক রহমান সাইবার ফোরাম (টিআরসিএফ) এর রাজশাহী জেলা শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে।
৫ ডিসেম্বর টিআরসিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফুল হাই ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা কর্তৃক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
রাজশাহী জেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ মৃধা। সিনিয়র সহ সভাপতি সোহেল রানা, সহ সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সোহাগ আলী, সাংগঠনিক সম্পাদক সাকিব আলী, এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন। দপ্তর সম্পাদক সোহানুর রহমান, ক্রীড়া সম্পাদক কাউসার আহমেদ, এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহন।
কমিটির নতুন নেতাদের ফুল দিয়ে বরণ করেন এবং মিষ্টি মুখ করিয়ে দিক নির্দেশনা প্রদান করেন তারেক রহমান সাইবার ফোরামের সাবেক উপদেষ্টা ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।
তিনি নেতাদের উদ্দেশে বলেন, "আমরা জিয়ার সৈনিক। সবাই একসাথে জনগণের স্বার্থে কাজ করব। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জনগণের ভোটে বিশ্বাসী। তাই জনগণের মন জয় করে তাদের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে।"
আরও পড়ুনঃ ভোলায় দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা
তিনি আরও বলেন, "আমাদের আপোষহীন নেত্রী সব জুলুমের পরও মাথা নত করেননি। আমাদের দলের লক্ষ্য জনগণের কল্যাণে কাজ করা, এবং নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নেওয়া।"