spot_img

― Advertisement ―

spot_img

নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ...
প্রচ্ছদসারা বাংলাদুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুরে ডুবে আহমাদ আল মাহির (২১ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চণ্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু আহমাদ আল মাহির আলমপুর গ্রামের মো. কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলছিল মাহির। এসময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর মাহিরকে উঠানে না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছের একটি পুকুরে শিশুটির ভাসমান দেহ দেখতে পান স্বজনরা।

শিশুটিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

দুর্গাপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, “শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।